এন,বি,কে সম্মিলিত বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৬৯ ইং সালে বহরমপুর, নওয়াপাড়া ও খলশী গ্রামের শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সমন্বয়ে প্রতিষ্ঠিত হয়। এলাকার শিক্ষার মান উন্নয়নের জন্য তারা এ উদ্যোগ গ্রহণ করেন এবং বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এখান থেকে শিক্ষা লাভ করে অনেকে অনেক জায়গায় কর্মরত আছেন। অত্র স্কুলের বড় একটি খেলার মাঠ আছে। মাঠের পাশে একটি বড় পুকুর আছে। স্কুলের পাশে বড় একটি বাজার আছে। অত্র বাজারের নাম বহরমপুর বাজার। এ বাজারে সপ্তাহে তিন হাট বাজার বসে। অত্র স্কুলের প্রথম প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছেন জনাব মোঃ আবুল কাশেম। বর্তমান প্রধান শিক্ষক হিসাবে নিয়োজিত আছেন জনাব শ্রীবাস চন্দ্র সরকার। স্কুলের সভাপতির নাম দোহাকুলা ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান জনাব আবু মোতালেব তরফদার। এই স্কুলে খলশী, বহরমপুর, নওয়াপাড়া গ্রমের অধিকাংশ ছাত্র-ছাত্রী অধ্যয়ন করে। এছাড়া ও বাউলিয়া, বোয়ালিয়া, ছোট বহরমপুর ও বাশুয়াড়ী গ্রামের ছাত্র-ছাত্রীরা ও অধ্যয়ন করে। এ্রখান থেকে পাশ করে বর্তমানে অনেকে অনেক জায়গায় কর্মরত আছে।
এ স্কুলের ফলাফল সন্তোষজনক। ২০১৩ সালের এস,এসসি পরীক্ষায় ৫৬ জনের মধ্যে ৫২ জন পরীক্ষার্থী পাশ করে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS