ইউডিসি যাহার পূর্ব নাম ছিল ইউআইএসসি। বর্তমান সরকারের রূপকল্প ২০২১ সালে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত দেশে রূপান্তরিত করার জন্য তঃকালীন ইউআইএসসি বর্তমান ইউডিসি স্থাপন করেছেন। জনগনের দোরগোড়ায় তথ্য সেবা নিশ্চিত করণের জন্য ইউডিসি স্থাপিত হচ্ছে। এবং সে মোতারেক কার্যক্রম চলছে।