Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কালুডাঙ্গা মন্দির
স্থান
যশোর জেলার বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়নের নওয়াপাড়া গ্রাম ও ধলগ্রাম ইউনিয়নের বরভাগ গ্রামের মধ্যবর্তী একটা মাঠের ভিতর।
কিভাবে যাওয়া যায়
এই মন্দির দোহাকুলা ইউনিয়নে অবস্থিত।বাঘারপাড়া হতে বালিডাংগা বাজার পৌঁছে তালতলা যেতে হবে। তালতলা হতে বামদিকে ৫০০গজ দূরত্বে কালুডাংগা মন্দির অবস্থিত।বাঘারপাড়া হতে যে কোন যানবাহনে যাওয়া যায়।
বিস্তারিত

কালুডাংগা মন্দির আনুমানিক ৩০০ বছর পুরানো একটি মন্দির। এ মন্দিরে দেশ বিদেশ হতে অনেক মানুষ দেখতে আসেন। এখানে প্রতি শনিবার ও মঙ্গলবার বার হয়। এই বারে অনেক লোক আসে এবং তাদের প্রার্থনা করে।এই মন্দিরটি নওয়াপাড়া ও বরভাগ গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত। মন্দিরে অনেক জায়গা আছে। হিন্দু সম্প্রদায়ের উপসনার জন্য এক চমৎকার জায়গা। অনেকে আসেন এখানে অনেক কিছু মানত করার জন্য। তারা আসে যাতে তাদের মনের আশা পূরণ হয় সেজন্য।